আইডিএফ এর ২৮তম বার্ষিক সাধারণ সভা আইডিএফ কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, মাটিরাঙ্গা, খাগড়াছড়িতে অনুষ্ঠিত।
adminidf 2022-07-03T10:26:20+06:00আইডিএফ এর ২৮তম বার্ষিক সাধারণ সভা গত ২৫-০৬-২০২২ তারিখ, শনিবার, বিকেল ৫.০০ ঘটিকায় আইডিএফ কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, মাটিরাঙ্গা, খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়। সভায় অনলাইন (Zoom Apps) এর মাধ্যমে সভাপতিত্ব করেন সংস্থার সাধারণ পরিষদ ও নির্বাহী পরিষদের সভাপতি প্রফেসর ড. মাহমুদুল আলম। সভার আলোচ্য সূচি ছিল- ১) মাননীয় সভাপতির স্বাগত বক্তব্য, ২) শোক প্রস্তাব, ৩) বিগত ২৭তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন, ৪) বিগত ২৭তম বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্তের বাস্তবায়ন ও [...]